Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দোহাজারী পৌরসভা

 

দোহাজারী  বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অর্ন্তগত একটি জনপদ। ২০১৭ সালের 11 মে  দোহাজারী পৌরসভা গঠিত হয়। দোহাজারী একটি ‘গ’ শ্রেণির পৌরসভা। এ পৌরসভার আয়তন ৩৮.০২ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এর জনসংখ্যা  47,684 জন । এটি চট্টগ্রাম-কক্সবাজার (আরকান)সড়ক এর দুই পার্শ্বে এবং সাংগু নদীর উত্তরপার্শ্বে আবস্থিত। সাংগু বাংলাদেশের একটি সুন্দর ও গূরুত্বপুর্ণ নদী। বর্ষাকালে এটি খুবই খরস্রোতা। সাংগু আরাকান পাহাড় হতে শুরু হয়ে বঙ্গোপসাগরে শেষ হয়। এটি বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে শেষ হয়। এর দুই পার্শ্ব রয়েছে উর্বর কৃষি জমি যেখানে বিভিন্ন রকমের সবজি উৎপাদিত হয়। উৎপাদিত সবজি কৃষকরা বিক্রির উদ্দেশ্য সাংগু নদী হয়ে দোহাজারী রেলওয়ে মাঠে নিয়ে আসে যেখানে চট্টগ্রাম শহর হতে পাইকারি ক্রেতারা আসে।প্রতিদিন রেলওয়ে মাঠে সকালবেলা সবজির বৈচিত্রের মেলা বসে। সবজি বৈচিত্রের মধ্যে রয়েছে ফুলকপি, বাধাঁকপি, মূলা, আলু,  বেগুন, বরবটি, পটল,  শীম, শশা, লাউ, ঝিংগা, ঝিঝিংগা, ঢেড়স, মিষ্টি কুমরা, টমেটো, কচু,করলা কাকরল,ক্ষিরা,পেয়ারা এবং ভিবিন্ন রকমের শাক। এছাড়া এখানে কাচা মরিচ, ধনে পাতা, পূদিনা ইত্যাদি পাওয়া য়ায়। দোহাজারীতে প্রচুর পেয়ারা উৎপাদিত হয়। দোহাজারী তথা চন্দনাইশ পেয়ারার জন্য বিখ্যাত। দোহাজারী  বিভিন্ন রকমের মৌসুমি ফল পাওয়া য়ায়। যেমনঃ আম, জাম, লিচু, কাঠাল, তরমুজ, জাম্বুরা, লেবু ইত্যাদি। দোহাজারী রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ে এর সর্ব দক্ষিণের স্টেশন। ১৯৭১ সালে স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের বেতার যন্ত্র ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়ার সময় দোহাজারী রেলওয়ে মাঠে দুই দিনেরও বেশী সময় রেখে দেওয়া হয়। এখানে আখেরি স্টেশন এবং পোড়ামন নামক দুটি বাংলা চলচ্চিত্র শুটিং হয়। দোহাজারী রেলওয়ে স্টেশন এর পশ্চিমে রয়েছে হাজারী বাজার, বারতখানা্ এবং চাগাচর। উত্তর-পশ্চিম ও উত্তরে রয়েছে দেওয়ান হাট, ঈদ পুকুরিয়া। উত্তর ও উত্তরপূর্বে আছে জামিরজুরী নামের বড় এলাকা।পূর্ব দিকে আছে দোহাজারী, পূর্ব দোহাজারী, লালুটীয়া। পূর্ব ও পূর্ব-দক্ষিণে আছে দিয়াকুল। চৌকিদার ফাঁড়ি দিয়াকুল, রায়জোয়ারা, কিল্লাপাড়া,দোহাজারী (সদর),চাগাচর সাংগু নদীর তীরে আবস্থিত। দোহাজারীর পূর্ব সীমান্ত পর্যটনের জন্য সম্ভাবনাময় প্রাকৃতিক স্থান।  এখানে গালিমের মসজিদের মত কয়ে‌‌ক'শ বছরের পুরানো স্থাপনা রয়েছে। দোহাজারীতে দুইটি ঐতিহ্যবাহী জমিদার পরিবার ছিল, যার একটি খাঁন পরিবার। খাঁন পরিবারের দুই হাজার সৈন্য কিংবা কর্মচারি ছিল। এই  দুই হাজার থেকেই দোহাজারী নামকরণ করা হয় বলে শোনা য়ায়। অন্য জমিদার পরিবার হল হাজারী পরিবার; এই হাজারী থেকে হাজারী বাজার নামকরণ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দোহাজারী যুক্তরাজ্যের সেনাদের ঘাঁটি ছিল। তখন কিল্লাপাড়ায় হয় কেল্লা এবং বারত খানায় ছিল বারুদ এর গুদাম । তাই এসব এলাকার এমন নামকরণ হয়েছে বলে শোনা য়ায়। দোহাজারীতে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ  সম্প্রদায়  পরস্পর সাম্প্রদায়িক সম্প্রীতিতে যুগ যুগ ধরে বসবাস করছে। দোহাজারী পাহাড় ,পাহাড়ী উচু নিচু রাস্তা, নদী, খাল, চর, ফসলী জমি, ধানি জমি, গ্রাম,দিঘী ইত্যাদির প্রাকৃতিক রুপে সমৃদ্ধ।দোহাজারী সড়কপথ,নৌ-পথ ও রেলপথের মিলনস্থল।

 

                                                            

প্রখ্যাত ব্যক্তিত্ব

দোহাজারী পৌরসভার প্রখ্যাত ব্যক্তিগণঃ

১। রবিউল ইসলাম খানঁ –উপসচিব, শিক্ষা মন্ত্রালয়। (প্রতিষ্টাতা- দোহজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়)

২। আহমুদুর রহমান (প্রতিষ্টাতা-  দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়)

৩। ডাঃ এস এম মোস্তফা কামাল (হৃদরোগ বিশেষজ্ঞ, প্রাক্তন বিভাগী প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ)

৪। মোঃ ইছহাক (কৃষি বিজ্ঞানী)

 

ভাষা ও সংস্কৃতি

দোহাজারী পৌরবাসীর ভাষা ও সংস্কৃতিঃ

১। দোহাজারী ইউনিয়নের স্থানীয় লোকেরা চট্টগ্রামের আঞ্চলিক চাটগাইয়া ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

 

খাল ও নদী

নদীঃ দোহাজারী পৌরসভার পাশ ঘেষে বয়ে গেছে সাঙ্গু নদী । এই নদীটি বান্দরবান জেলার ও মিয়ানমার সীমান্তবর্তী পাহাড় থেকে উৎপত্তি।

খালঃ ১। লালুঠিয়া খাল ২। হাফছড়ি খাল।

 

 

হাট-বাজারের-তালিকা

 

শিক্ষা প্রতিষ্ঠানঃ

  • কলেজ -    ০২  টি
  • মাদ্রাসা –   ৪ টি
  • মাধ্যমিক বিদ্যালয় –  ২ টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ১  টি
  • প্রাথমিক বিদ্যালয় -    ১০টি
  • কিন্ডার গার্টেন – ৩টি

ধর্মীয় প্রতিষ্ঠানঃ

  • মসজিদ -৬০টি
  • মন্দির -১৫টি
  • বৌদ্ধ মন্দির – ৪টি

মুক্তিযোদ্ধার তালিকা

 দোহাজারী পৌরসভার মুক্তিযোদ্ধার নামের তালিকা

 

ক্রঃনং

নাম

ঠিকানা

মোঃ আবু তাহের খান খসরু

দোহাজারী

মোহাম্মদ জাফর আলী হিরু

,,

মোহাম্মদ জহির উদ্দীন খান

,,

মোহাম্মদ আকবর খান

,,

রবিউল ইসলাম খান

,,

রাখাল চন্দ্র দাশ

রায়জোয়ারা

মতিউর রহমান

ঈদপুকুরিয়া

বিমল কান্তি সেন

দিয়াকুল

ছাবের আহমদ

দোহাজারী

১০

মদন মোহন দাশ

,,

১১

দেলেয়ার হোসেন

,,

১২

প্রভাষ চন্দ্র দাশ গুপ্ত

জামিজুরী

১৩

মানিক বড়ুয়া

,,

১৪

অনিল কান্তি বড়ুয়া

,,

১৫

রাজেন্দ্র নাথ

চাগাচর

১৬

আবদুর রশিদ

ঈদপুকুরিয়া

১৭

নেপাল চন্দ্র সেন

দিয়াকুল

১৮

সতীশ চন্দ্র দাশ

দোহাজারী

১৯

নিপেন্দ্র কুমার সেন

দিয়াকুল

২০

সচিন্দ্র বিজয় বৈরাগী

দোহাজারী

২১

মোঃ আবদুল মজিদ

,,

২২

হারুনুর রশিদ

,,

২৩

সধীর কান্তি দাশ

জামিজুরী

২৪

রাজ বিহারী বড়ুয়া

,,

২৫

রশিদ আহমদ

দোহাজারী

২৬

মাহাফুজুর রহমান

,,

২৭

মোহাম্মদ ইসলাম

,,

২৮

শহীদ রুস্তম আলী

,,